ফাইল ছবি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৭ কোম্পানি। এরমধ্যে ১০৫ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৮ অক্টোবর) ন্যাশনাল লাইফের শেয়ারদর বেড়েছে ১০ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। এতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে এস্কয়ার নিট। যার শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৪৭ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ডেসকো।
সোমবার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সামিট এলায়েন্স, কপারটেক, ইভিন্স টেক্সটাইল, টেকনো ড্রাগস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, বেস্ট হোল্ডিংস এবং ফারইস্ট নিটিং।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।