ফাইল ছবি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৬ কোম্পানি। এর মধ্যে ২৫৭টি কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠেছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (৪ নভেম্বর) মনোস্পুল পেপারের শেয়ারদর বেড়েছে ১২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৫১ শতাংশ। এতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে ইস্টার্ন হাউজিং। যার শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৫০ শতাংশ। আর শেয়ারদর ৯ দশমিক ৯৫০ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গ্লোবাল হেভি ক্যামিকেল।
এদিন দরবৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রহিমা ফুড, পেপার প্রসেসিস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, মতিন স্পিনিং, মিডল্যান্ড ব্যাংক এবং এস্কয়ার নিট।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।