খান ব্রাদার্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে ৩৯৪ কোম্পানির মধ্যে ৬৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে অবস্থান করেছে খান ব্রাদার্স।
রোববার (১০ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৩ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৬০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা শাহজিবাজার পাওয়ারের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৩৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লিগ্যাসি ফুটওয়্যার।
রোববার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি, প্রগতি লাইফ, ইভিন্স টেক্সটাইল, বিএসসি, জেএমআই সিরিঞ্জ, তসরিফা ও ইউনাইটেড ফাইন্যান্স।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।