Apan Desh | আপন দেশ

দরবৃদ্ধির শীর্ষে ১০ কোম্পানি, এরমধ্যে ৭টিই বিমা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৩, ১২ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:০৪, ১২ নভেম্বর ২০২৪

দরবৃদ্ধির শীর্ষে ১০ কোম্পানি, এরমধ্যে ৭টিই বিমা প্রতিষ্ঠান

দরবৃদ্ধির শীর্ষে ১০ কোম্পানি, ৭টিই বিমা প্রতিষ্ঠান। ফাইল ছবি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৪০০ প্রতিষ্ঠান। এর মধ্যে ১৩৬টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এর মধ্যে টপটেন গেইনার বা দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৭টিই বিমা খাতের প্রতিষ্ঠান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএসইতে সবচেয়ে বেশি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির শেয়ারদর বেড়েছে। কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৭১ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ইসলামী পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ২১ শতাংশ।

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, গ্লোবাল হেভি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইলস, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়