স্কয়ার ফার্মা।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
বুধবার (১৩ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, স্কয়ার ফার্মার ২৪ কোটি ১৪ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিএসসির আজ ২১ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৭৩ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফারইস্ট নিটিং।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমজেএল বিডি, ইসলামী ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, খান ব্রাদার্স, অগ্নি সিস্টেমস, ইবনে সিনা ফার্মা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।