Apan Desh | আপন দেশ

সর্বোচ্চ দরপতন আনোয়ার গ্যালভানাইজিংয়ের 

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:১৪, ১৩ নভেম্বর ২০২৪

সর্বোচ্চ দরপতন আনোয়ার গ্যালভানাইজিংয়ের 

আনোয়ার গ্যালভানাইজিং।

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৪ কোম্পানি। এর মধ্যে ১৭৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

বুধবার (১৩ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৭ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ কমেছে। এতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার নিটের। এ কোম্পানির শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে উসমানিয়া গ্লাস।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্লোবাল হেভি কেমিক্যাল, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড, শাহজিবাজার পাওয়ার, সোনালী আঁশ, নিউলাইন ক্লথিং, আরামিট সিমেন্ট ও সমতা লেদার।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়