তসরিফা ইন্ডাস্ট্রিজ।
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৪ কোম্পানি। এর মধ্যে ৮৩ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা বা ৯ দশমিক ১৩ শতাংশ। এতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রানার অটো। এ কোম্পানির শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফার্স্ট ফাইন্যান্স।
বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্লোবাল হেভি কেমিক্যাল, কপারটেক, ইভিন্স টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, প্রিমিয়ার সিমেন্ট, খান ব্রাদার্স এবং ফ্যামিলি টেক্সটাইল।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।