ফাইল ছবি
বিদায়ী সপ্তাহে (১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ৩ দশমিক ১৫ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০ দশমিক ১৫ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯ দশমিক ৮৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০ দশমিক ৩২ পয়েন্ট বা ৩ দশমিক ১৫ শতাংশ কমেছে।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- মিউচুয়াল ফান্ড খাতে ৩ দশমিক ২৯ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫ দশমিক ৪৫ পয়েন্টে, ব্যাংক খাতে ৬ দশমিক ৪৫ পয়েন্টে, প্রকৌশল খাতে ১০ দশমিক ৩০ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১১ দশমিক ৫৬ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১২ দশমিক ০৫ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১২ দশমিক ৮৪ পয়েন্টে, আর্থিক খাতে ১২ দশমিক ৮৮ পয়েন্টে, পাট খাতে ১৪ দশমিক ৯০ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১২ দশমিক ৯৭ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৩ দশমিক ৯৯ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৪ দশমিক ৩৪ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৬ দশমিক ০৮ পয়েন্টে, বিবিধ খাতে ১৬ দশমিক ৮৪ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৮ দশমিক ৪২ পয়েন্ট, আইটি খাতে ১৮ দশমিক ৮৮ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ৩১ দশমিক ১৮ পয়েন্টে, ট্যানারি খাতে ৩৯ দশমিক ১৮ পয়েন্টে এবং সিরামিক খাতে ৯৯ দশমিক ৩১ পয়েন্টে অবস্থান করছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।