ফাইল ছবি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলো মধ্যে দুই শতাধিক শেয়ারের দরপতন হয়েছে। তবে এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমান সামান্য বেড়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৮ দশমিক ২৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩০০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৫১ পয়েন্ট কমে ১১৭১ পয়েন্ট। ‘ডিএস-৩০’ সূচক ১৩ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১৯৬৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৫৫১ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৯৭ লাখ ৭৭ হজার টাকা।
ডিএসইতে মোট ৩৮০ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৩ কোম্পানির। বিপরীতে ২০৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।