শাইনপুকুর সিরামিকস।
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয় ৩৭৯ কোম্পানি। এর মধ্যে ১৮৩ কোম্পানির দর কমেছে। এতে দর পতনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
বুধবার (২০ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর আগেরর দিনের তুলনায় কমেছে ১ টাকা বা ৭ দশমিক ৯ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্টাইলক্রাফটের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৬ দশমিক ৯৭ শতাংশ। আর ৫ দশমিক ৯১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
এছাড়া ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৭৮ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৫ দশমিক ৫৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৪ দশমিক ৫৬ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ২৭ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৪ দশমিক ২৩ শতাংশ, সোনালী আঁশের ৪ দশমিক ৫ শতাংশ এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫ দশমিক ৩ শতাংশ কমেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।