Apan Desh | আপন দেশ

মার্কিন বিমান ঘাঁটির ওপর দিয়ে উড়ল রহস্যময় ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৬:৩৯, ২৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:৪৮, ২৪ নভেম্বর ২০২৪

মার্কিন বিমান ঘাঁটির ওপর দিয়ে উড়ল রহস্যময় ড্রোন

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে অবস্থিত তিনটি মার্কিন বিমান ঘাঁটির ওপর কয়েকটি ড্রোন উড়তে দেখা গেছে। গত বুধবার থেকে শুক্রবার এসব ড্রোন দেখা যায় বলে দাবি করেছে আমেরিকার এয়ার ফোর্স ইউএসএএফ। তবে তারা এখনো জানতে পারেনি এগুলো আসলে কাদের ড্রোন ছিল। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সাফক জেলার দুইটি ও নরফক কাউন্টির একটি জায়গায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে এ ড্রোন দেখা যায় বলে দাবি আমেরিকার। 

এসব ড্রোন সরিয়ে দিতে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছিল কি না, তা জানায়নি ইউএসএএফ কর্তৃপক্ষ। তবে নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে বলে জানায় তারা।

ইউরোপে নিযুক্ত আমেরিকার এয়ার ফোর্স ইউএসএএফের এক মুখপাত্র বলেন, আমরা এ তথ্য নিশ্চিত করছি, বেশ কয়েকটি ড্রোন আমাদের এসব ঘাঁটির কাছে উড়তে দেখা গেছে। এ সংখ্যা সঠিক বলতে পারছি না। এমনকি এসব ড্রোনের আকার কিংবা কনফিগারেশনও আপাতত বলা যাচ্ছে না।
 
এ ব্যাপারে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, আমরা আপাতত একে হুমকি হিসেবেই মনে করছি। এ ঘটনা আমলে নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছি। এর অংশ হিসেবে ড্রোনবিরোধী ব্যবস্থা নেয়া হয়েছে। এ নিয়ে আর কিছু বলতে চাচ্ছিনা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়