Apan Desh | আপন দেশ

আইসিবির ঋণ অনুমোদনে ৩২৯ কোম্পানির দরবৃদ্ধি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:২৬, ২৭ নভেম্বর ২০২৪

আইসিবির ঋণ অনুমোদনে ৩২৯ কোম্পানির দরবৃদ্ধি

ফাইল ছবি

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে, পুঁজিবাজারের স্থিতিশীলতা আনতে বিনিয়োগের জন্য সরকারি সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ৩ হাজার কোটি টাকার ঋণ সহায়তার অনুমোদনের খবরে শেষ আড়াই ঘণ্টায় সূচকে ঊর্ধ্বগতি দেখা গেছে। এর আগের কার্যদিবসের তুলনায় প্রধান সূচক বেড়েছে ৫৪ পয়েন্ট। আগের কার্যদিবসেও প্রধান সূচক ৭ পয়েন্ট বেড়েছিল। 

বুধবার (২৭ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৪ দশমিক ৮০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে।

এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১৯১৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৭৭ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৯৫ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২৯ কোম্পানির। বিপরীতে ৩৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিল অপরিবর্তিত।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়