ফাইল ছবি
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে, পুঁজিবাজারের স্থিতিশীলতা আনতে বিনিয়োগের জন্য সরকারি সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ৩ হাজার কোটি টাকার ঋণ সহায়তার অনুমোদনের খবরে শেষ আড়াই ঘণ্টায় সূচকে ঊর্ধ্বগতি দেখা গেছে। এর আগের কার্যদিবসের তুলনায় প্রধান সূচক বেড়েছে ৫৪ পয়েন্ট। আগের কার্যদিবসেও প্রধান সূচক ৭ পয়েন্ট বেড়েছিল।
বুধবার (২৭ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৪ দশমিক ৮০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে।
এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১৯১৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৭৭ লাখ টাকা।
বুধবার ডিএসইতে মোট ৩৯৫ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২৯ কোম্পানির। বিপরীতে ৩৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিল অপরিবর্তিত।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।