
এমারেল্ড অয়েল।
শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-কে তারা জানিয়েছে শেয়ারদর বৃদ্ধির এর কারণ তারা জানে না।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর এমারেল্ড অয়েলের শেয়ার দাম ছিল ২৪ টাকা। যা ১ ডিসেম্বর লেনদেন শেষে বেড়ে দাঁড়ায় ৩৪ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা। এ দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।