
ফাইল ছবি
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৭ কোম্পানি। এর মধ্যে ৯৮ কোম্পানির দর কমেছে। সবচেয়ে বেশি দর কমেছে শামপুর সুগার মিলস লিমিটেডের।
সোমবার (২ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১০ টাকা ৫০ পয়সা ৯.০৪ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৮.১০ শতাংশ।
আর ৭০ পয়সা বা ৭.২১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড।
এছাড়া আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিব্রা ইনফিউশনসের ৬.৩২ শতাংশ, মুন্নু এগ্রোর ৫.৪৮ শতাংশ, জুট স্পিনার্সের ৫.২৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪.৩৪ ডরিন পাওয়ারের ৩.৭৮ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৩.৪৩ শতাং ও নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের শেয়ার দর ৩.৪০ শতাংশ কমেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।