Apan Desh | আপন দেশ

দরপতনের শীর্ষে এমারেল্ড অয়েলের

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৫২, ৩ ডিসেম্বর ২০২৪

দরপতনের শীর্ষে এমারেল্ড অয়েলের

এমারেল্ড অয়েল।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৪০২ কোম্পানি। এর মধ্যে ১২৮ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।

 মঙ্গলবার (৩ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, এমারেল্ড অয়েলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। এতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ৬৫ শতাংশ। আর ৫০ পয়সা বা ৪ দশমিক ৯৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।

এছাড়া আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্সের ৪ দশমিক ৩৪ শতাংশ, এনআরবি ব্যাংকের ৩ দশমিক ৫৪ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৩ দশমিক ৪৮ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৩ দশমিক ১৪ স্ট্যান্ডার্ড সিরামিকের ৩ দশমিক ০১ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ২ দশমিক ৯৪ শতাং ও ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ২ দশমিক ৮৫ শতাংশ কমেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়