
ফাইল ছবি
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন হয়েছে। তবে ডিএসইতে লেনদেন বাড়লেও, সিএসইতে কমেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) শেয়ারবাজারে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে মঙ্গলবার বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৪ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৬ দশমিক ৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৬ দশমিক ১০ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ১৭৪ দশমিক ৫৪ পয়েন্টে ও ১ হাজার ৯২১ দশমিক ১৬ পয়েন্টে।
ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৫১২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫০০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১২ কোটি ২৫ লাখ টাকার।
এছাড়া মঙ্গলবার ডিএসইতে ৪০২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ২০৩টি কোম্পানির, কমেছে ১২৮টির। অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতে মঙ্গলবার সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ দশমিক ৪৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৪ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৬০২ দশমিক ২০ পয়েন্টে ও ৮ হাজার ৮৮১ দশমিক ৩৮ পয়েন্টে।
এছাড়া সিএসআই সূচক ৪ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ৯৪০ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে। আর সিএসই-৫০ সূচক ১ দশমিক ৮৭ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ২৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০৬ দশমিক ১২ পয়েন্টে ও ১১ হাজার ৮৩৭ দশমিক ৯৯ পয়েন্টে।
তবে সিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৭ লাখ টাকা।
সিএসইতে ২০৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারদর।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।