Apan Desh | আপন দেশ

দরবৃদ্ধির শীর্ষে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:৫২, ৪ ডিসেম্বর ২০২৪

দরবৃদ্ধির শীর্ষে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

ফাইল ছবি

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৪ কোম্পানি। এর মধ্যে ১৩৯ কোম্পানির দর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের।

বুধবার (৪ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ফান্ডটির ইউনিট দর আগের দিনের তুলনায় ৬০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ।

আর ৮০ পয়সা বা ৯.৮০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের।

এছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৮.৮২ শতাংশ, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৮.৮২ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৮.৭০ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১’র ৮.৪৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৮.৩৩ শতাংশ এবং গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ৭.৫৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়