এমারেল্ড অয়েল।
বিদায়ী সপ্তাহে (১ ডিসেম্বর-৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয় ৩৮৪ কোম্পানির। এর মধ্যে ১৭৮ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ শেয়ার দর পতন হয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৭ দশমিক ৮৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৫ টাকা ৮০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউলাইন ক্লোথিংসের শেয়ারদর কমেছে ১৫ দশমিক ৪৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৮ টাকা ২০ পয়সা।
আর তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের শেয়ারদর কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৯ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কহিনুর কেমিক্যালের ১১ দশমিক ৩৫ শতাংশ, এনআরবি ব্যাংকের ৮ দশমিক ৩৯ শতাংশ, পদ্মা অয়েলের ৮ দশমিক ০২ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ২১ শতাংশ, এস্কয়ার নিটের ৬ দশমিক ৫৭ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৬ দশমিক ০৩ শতাংশ ও বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫ দশমিক ৮৬ শতাংশ শেয়ারদর কমেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।