Apan Desh | আপন দেশ

২৪৮ কোম্পানির দরপতন, কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:০৬, ৮ ডিসেম্বর ২০২৪

২৪৮ কোম্পানির দরপতন, কমেছে লেনদেন

ফাইল ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ২৪৮ শেয়ারের দরপতন হয়েছে। 

রোববার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৯৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৮১ পয়েন্টে।

এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’৭ দশমিক ১৯ পয়েন্ট কমে ১১৫৬ পয়েন্ট। অন্যদিকে ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ২৮ পয়েন্ট কমে ১৯০৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ২৯৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৩৫ কোটি ১৮ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৫ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৭ কোম্পানির। বিপরীতে ২৪৮ কোম্পানির দর কমেছে। একইসঙ্গে ৬০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়