Apan Desh | আপন দেশ

দরবৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:২২, ৮ ডিসেম্বর ২০২৪

দরবৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

সোনারগাঁও টেক্সটাইল।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৫ কোম্পানি। এর মধ্যে ৮২ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এতে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডে সবচেয়ে দর বেড়েছে।

রোববার (৮ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৯.৬০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে  এইচআর টেক্সটাইল। এ কোম্পানিটির আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৭.৪৩ শতাংশ দর বেড়েছে। আর দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে মুন্নু ফেব্রিকস লিমিটেড। এ কোম্পানিটির ১ টাকা বা ৫.৮১ শতাংশ দর বেড়েছে।

এছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গোল্ডেন সনের ৫.২২ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪.৭৩ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৪.৪৩ শতাংশ, পাওয়ার গ্রীডের ৪.২৩ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৪.২৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৩.৯৯ শতাংশ ও স্টাইলক্র‌্যাফ্ট লিমিটেডের ৩.৫৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়