
স্যালভো কেমিক্যাল।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৫ কোম্পানি। এর মধ্যে ১২৬ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সোমবার (৯ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, স্যালভো কেমিক্যালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৪৬ শতাংশ। এতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচ.আর. টেক্সটাইলের দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৮৬ শতাংশ। আর ৮০ পয়সা বা ৬ দশমিক ৯৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ড্রাগণ সোয়েটার।
এছাড়া এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিএন্ডএ টেক্সটাইলের ৫ দশমিক ৭৬ শতাংশ, বেঙ্গল উইন্ডস্বরের ৫ দশমিক ৪৯ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ২৬ শতাংশ, এনার্জিপ্যাকের ৩ দশমিক ৯৩ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৪ দশমিক ৮৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৩ দশমিক ৭৮ শতাংশ ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ৩ দশমিক ৭৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।