
ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদানের সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সাইফ পাওয়ারটেকের ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানের ঘোষণা দেয়।
কোম্পানিটির বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণের জন্য পরিচালনা পর্ষদ আগামী ২২ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।