
ফাইল ছবি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৬ কোম্পানি। এর মধ্যে ২১০ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিএসসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। এতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জিপিএইচ ইস্পাতের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৯৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জেমিনি সি ফুড।
এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বাংলাদেশ সাবমেরিন কেবলস, রূপালী ব্যাংক, পাইনিয়ার ইন্স্যুরেন্সে, কনফিডেন্স সিমেন্ট ও বিকন ফার্মা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।