
ফাইল ছবি
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৩ কোম্পানি। এর মধ্যে ২৮১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ম্যাকসন্স স্পিনিং মিলস পিএলসি।
রোববার (২২ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৮ দশমিক ৯৫ শতাংশ।এতে দর পতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বে লিজিংয়ের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৬০ পয়সা বা ৮ দশমিক ৪৫ শতাংশ। আর ১ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৪৪ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেডের।
এছাড়া ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফনিক্স ফাইন্যান্সের ৮ দশমিক ৩৩ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৮ দশমিক ২১ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ১১ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৭ দশমিক ৪০ শতাংশ, এটলাস বাংলাদেশের ৭ দশমিক ১০ শতাংশ, মেঘনা সিমেন্ট মিলসের ৬ দশমিক ৮৪ শতাংশ ও খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ৪৯ শতাংশ কমেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।