
ফাইল ছবি
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৬ কোম্পানি। এর মধ্যে ৯৯ কোম্পানির দর বেড়েছে। এদিন সবচেয়ে বেশি দর বেড়েছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর।
সোমবার (২৩ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকাবা ৯.৫২ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২০ টাকা ২০ পয়সা বা ৮.৭৩ শতাংশ। আর ১ টাকা ৫০ পয়সা বা ৮.৭২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।
এছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশবন্ধু পলিমারের ৭.০১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৪৫ শতাংশ, বিবিএসের ৫ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪.২৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৩.৫৯ শতাংশ, মেঘনা সিমেন্টের ৩.৫৫ শতাংশ ও ড্যাফোডিল কম্পিউটার্সের ৩.২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।