ফাইল ছবি
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৬ কোম্পানি। এর মধ্যে ১৮৭ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এইচ. আর. টেক্সটাইল লিমিটেড।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এইচআর টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৩২ শতাংশ। এতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিকন ফার্মার শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৭৭ শতাংশ। আর ২ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৭৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
এছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পাওয়ার গ্রীডের ৪ দশমিক ৩১ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ দশমিক ২৫ শতাংশ, গোল্ডেন সনের ৪ দশমিক ১০ শতাংশ, ডেসকোর ৩ দশমিক ৬৬ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৬৫ শতাংশ, আইসিবির ৩ দশমিক ৬৫ শতাংশ ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৩২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।