Apan Desh | আপন দেশ

লোকসান বেড়েছে ‘এ’ গ্রুপের ৩ শেয়ারে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:৩৯, ২৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৫:৪৩, ২৮ ডিসেম্বর ২০২৪

লোকসান বেড়েছে ‘এ’ গ্রুপের ৩ শেয়ারে

ফাইল ছবি

বিদায়ী সপ্তাহ (২২-২৬ ডিসেম্বর) পতন হয়েছে শেয়ারবাজারে। সপ্তাহটিতে লেনদেনে অংশ নেয়া ২৫০ কোম্পানির শেয়ার দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৩ শেয়ারের লোকসান বেড়েছে।

কোম্পানিগুলো হলো- মুন্নু এগ্রো, যমুনা অয়েল ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স।

মুন্নু এগ্রো- আগের সপ্তাহের শেষে কোম্পানিটির ক্লোজিং শেয়ার দর ছিল ৪১৭ টাকা ৫০ পয়সা। আর সপ্তাহের শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৩৫৯ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ৫৮ টাকা ২০ পয়সা বা ১৩.৯৪ শতাংশ লোকসান হয়েছে।

যমুনা অয়েল- আগের সপ্তাহের শেষে কোম্পানিটির ক্লোজিং শেয়ার দর ছিল ১৮৯ টাকা ৮০ পয়সা। আর সপ্তাহের শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৭০ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১৯ টাকা ৫০ পয়সা বা ১০.২৭ শতাংশ লোকসান হয়েছে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স- আগের সপ্তাহের শেষে কোম্পানিটির ক্লোজিং শেয়ার দর ছিল ২৫ টাকা। আর সপ্তাহের শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২২ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ লোকসান হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়