Apan Desh | আপন দেশ

বছরের শেষ কর্মদিবস ইতিবাচক শেয়ারবাজার

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:০৯, ৩০ ডিসেম্বর ২০২৪

বছরের শেষ কর্মদিবস ইতিবাচক শেয়ারবাজার

ফাইল ছবি

বছরের শেষ কর্মদিবস শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে । সোমবার (৩০ ডিসেম্বর) শেয়ারবাজারে সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন সামান্য বেড়েছে। তবে বিনিয়োগকারীরা আরও ৭০৯ কোটি টাকা ফিরে পেয়েছেন।

এর আগে টানা তিন কর্মদিবস পতনের পর বৃহস্পতিবার ও রোববার উত্থান হয়েছে শেয়ারবাজারে। টানা তিন কর্মদিবস শেয়ারবাজার থেকে ৫২ পয়েন্ট হারিয়ে যায়। তবে শেষ তিন কর্মদিবস উত্থানে শেয়ারবাজারে ফিরেছে ৪৭ পয়েন্ট। আর শেষ তিন কমদিবস শেয়ারবাজারে বিনিয়োগকারীরা ফিরে পেয়েছেন ৩ হাজার ৫৬১ কোটি টাকা। এর মধ্যে আজ সোমবার শেয়ারবাজারে ফিরেছে ৭০৯ কোটি টাকা।

সোমবার সূচকের উত্থানে শুরু হয় লেনদেন। দুপুর ১টা ১২ মিনিট পর্যন্ত সূচক উত্থানে থেকেই লেনদেন হতে থাকে। তবে ১টা ১৩ মিনিটে সূচক পতনে চলে যায়। কিছুক্ষণের মধ্যে সূচক আবার উত্থানে ফিরে আসে। এরপর বাকিটা সময় উত্থানে থেকেই লেনদেন হয় শেয়ারবাজারে এবং উত্থানেই শেষ হয় লেনদেন।

সোমবার লেনদেনের শীর্ষে ১০ শেয়ার-

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ২৪ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৮৪ লাখ ৮১ হাজার টাকার। ১১ কোটি ৫৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফাইন ফুডস, পূবালী ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, সিটি ব্যাংক, লিনডে বাংলাদেশ, লাভেলো আইসক্রিম এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে ১০ শেয়ার-

ডিএসইতে ৩০ ডিসেম্বর লেনদেনে অংশ নেয় ৩৯৭ কোম্পানি। এর মধ্যে ১৪২ কোম্পানির দর বেড়েছে। সবচেয়ে বেশি দর বেড়েছে লিনডে বাংলাদেশ লিমিটেডের। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৬০ টাকা ১০ পয়সা বা ৬.২৬ শতাংশ বেড়েছে। 

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাশা ডেনিমসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ৫.৬৮ শতাংশ। আর ৪ টাকা বা ৪.৯২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এডিএন টেলিকম লিমিটেড।

এছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হাক্কানি পাল্পের ৪.৮১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪.৮০ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্সের ৪.৬০ শতাংশ, গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ৪.৩৪ শতাংশ, বিচ হ্যাচারির ৪.৩২ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৪.১২ শতাংশ ও সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৩.৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সোমবার দর পতনের শীর্ষে ১০ শেয়ার-

ডিএসইতে ৩০ ডিসেম্বর সবচেয়ে বেশি দর কমেছে মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৫.৭১ শতাংশ কমেছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ৫.১৮ শতাংশ। আর ১০ পয়সা বা ৪.৩৪ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে পিপুলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

এছাড়া ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আরামিট সিমেন্টের ৪.২৩ শতাংশ, এইচ.আর টেক্সটাইলের ৩.৮১ শতাংশ, খান ব্রাদার্সের ৩.৮০ শতাংশ, এসকে ট্রিমসের ৩.৭৭ শতাংশ, ডরিন পাওয়ারের ৩.৬২ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৩.৩৩ শতাংশ ও প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৩.২২ শতাংশ কমেছে।

সোমবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ২.৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮.০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩৭৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ৩৬ লাখ টাকা। আজ লেনদেন ৫০ লাখ টাকার বা ০.১৩ শতাংশ কমেছে।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪২টির বা ৩৫.৭৬ শতাংশের, কমেছে ১৮৪টির বা ৪৬.৩৫ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৭১টির বা ১৭.৮৮ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৫টির, কমেছে ৯৩টির ও পরিবর্তন হয়নি ৩২টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৪৮৬ পয়েন্টে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়