Apan Desh | আপন দেশ

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৩, ১ জানুয়ারি ২০২৫

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন

ফাইল ছবি

ফু-ওয়াং সিরামিক ইন্ডাষ্ট্রি লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শেয়ারহোল্ডারগণ ২০২৪ সমাপ্ত অর্থবছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হাইব্রিড সিষ্টেমে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফু -ওয়াং সিরামিকের স্বতন্ত্র পরিচালক নারায়ন রায়। এসময়, কোম্পনিটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ রেজারাজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ হামিদুর রশিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান ভূঞা, প্রধান আর্থিক কর্মকর্তা আহমেদ মোনাব্বী এবং কোম্পানী সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুরসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থ বছরে উদ্যোক্তা এবং পরিচালক ব্যতীত সকল শেয়ারহোল্ডারদের জন্য ২% নগদ লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়