ফাইল ছবি
লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন-
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ২৭ কোটি ১১ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অন্যদিকে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৪১ লাখ ৬৯ হাজার টাকার। ১২ কোটি ৮১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে পূবালী ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাভেলো আইসক্রিম, ইনট্রাকো রিফুয়েলিং, যমুনা ব্যাংক ও ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।
দরবৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং-
এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে জাহিন স্পিনিং পিএলসি। জাহিন স্পিনিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩০ পয়সা বা ৫ দশমিক ৫৫ শতাংশ।
এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৪৪ শতাংশ। আর ২ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৭৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডরিন পাওয়ারের ৪ দশমিক ৬০ শতাংশ, জেমিনি সী ফুডের ৪ দশমিক ৪৪ শতাংশ, এসকে ট্রিমসের ৩ দশমিক ৯২ শতাংশ, রবি আজিয়াটার ৩ দশমিক ৮৮ শতাংশ, ইসলামী ফাইন্যান্সের ৩ দশমিক ৬৬ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৩ দশমিক ৩৩ শতাংশ ও আমান ফিড লিমিটেডের ৩ দশমিক ১৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ওরিয়ন ইনফিউশনের সর্বোচ্চ দরপতন-
আজ দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩৭ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৭৮ শতাংশ।
অন্যদিকে দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৮৭ শতাংশ। আর ৬ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৬০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এছাড়া আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪ দশমিক ০৩ শতাংশ, কেয়া কসমেটিকসের ৩ দশমিক ৬৩ শতাংশ, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৩ দশমিক ৪৭ শতাংশ, বিডি থাই এ্যালুমিনিয়ামের ৩ দশমিক ২৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩ দশমিক ২২ শতাংশ, সূহৃদ ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ০৭ শতাংশ ও সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৩ দশমিক ০০ শতাংশ কমেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।