Apan Desh | আপন দেশ

সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে পিই রেশিও বেড়েছে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১১:২৯, ৪ জানুয়ারি ২০২৫

সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে পিই রেশিও বেড়েছে

ফাইল ছবি

বিদায়ী সপ্তাহে (২৯ ডিসেম্বর-২ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পিই রেশিও (সার্বিক মূল্য আয় অনুপাত) বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় ডিএসইর পিই রেশিও ০.৭৪ শতাংশ বা ০.০৭ পয়েন্ট বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য সপ্তাহে ডিএসইর পিই রেশিও ৯.৫১ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৪৪ পয়েন্ট।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতে পিই রেশিও অবস্থান করছে ৬.৮ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৪.০ পয়েন্ট, সিরামিকস খাতে ৩২০.৯ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৮.৬ পয়েন্ট, আর্থিক খাতে ২৯.৩ পয়েন্ট, খাদ্য খাতে ১৪.৩ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫.৬ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৩.১ পয়েন্ট, আইটি খাতে ১৯.২ পয়েন্ট, পাট খাতে ৪৬.৯ পয়েন্ট, বিবিধ খাতে ৩২.৪ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৫.২ পয়েন্ট, কাগজ খাতে ৩৫.১ পয়েন্ট, ওষুধ খাতে ১১.৬ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১০.৩ পয়েন্ট, ট্যানারি খাতে ২৮.২ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ৬৮.১ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৩.১ পয়েন্ট ও বস্ত্র খাতে ১৪.৪ পয়েন্ট।

আগের সপ্তাহশেষে ডিএসইতে খাতভিত্তিক পিই রেশিও ছিল- ব্যাংক খাতে ৬.৬ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৪.২ পয়েন্ট, সিরামিকস খাতে ৩২০.২ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৮.৬ পয়েন্ট, আর্থিক খাতে ২৯.৮ পয়েন্ট, খাদ্য খাতে ১৪.১০ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫.৬ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৩.১ পয়েন্ট, আইটি খাতে ১৯.৬ পয়েন্ট, পাট খাতে ৪৯.৩ পয়েন্ট, বিবিধ খাতে ৩২.২ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৫.২ পয়েন্ট, কাগজ খাতে ৩৫.২ পয়েন্ট, ওষুধ খাতে ১১.৮ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১০.৫ পয়েন্ট, ট্যানারি খাতে ২৭.৯ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ৬৭.৭ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১২.৯ পয়েন্ট ও বস্ত্র খাতে ১৪.৪ পয়েন্ট।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়