ফাইল ছবি
নতুন বছরের শুরুতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের জন্য সুখবর এসেছে। প্রথম সপ্তাহে ডিএসইতে বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৭৯১ কোটি টাকা। পাশাপাশি সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ২১৮ কোটি ৩৩ লাখ টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যায়লোচনায় এ তথ্য পাওয়া গেছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৩৯২ কোটি ৪৯ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৪ কোটি ১৫ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২১৮ কোটি ৩৩ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৭৯১ কোটি টাকা বা ০.৪২ শতাংশ। সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬২ হাজার ৯৫১ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬০ হাজার ১৬০ কোটি টাকা।
গেল সপ্তাহে বেড়েছে ডিএসইর দুই সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৫.১৭ পয়েন্ট বা ০.২৯ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩.৬৯ পয়েন্ট বা ০.১৯ শতাংশ। তবে ডিএসইএস সূচক কমেছে ০.৯৯ পয়েন্ট বা ১১.৫৪ শতাংশ।
এদিকে প্রতি কর্মদিবসে গড় লেনদেন বেড়েছে ৫৪ কোটি ৫৯ লাখ টাকা বা ১৮.৫৯ শতাংশ। সপ্তাহের প্রতি কর্মদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ১২ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ২৯৩ কোটি ৫৩ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ১৮২টির ও অপরিবর্তিত রয়েছে ৫০টির শেয়ার ও ইউনিট দাম।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।