Apan Desh | আপন দেশ

ওরিয়ন গ্রুপের দুই শেয়ারের পতনে বিনিয়োগকারীরা হতাশ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৪২, ৪ জানুয়ারি ২০২৫

ওরিয়ন গ্রুপের দুই শেয়ারের পতনে বিনিয়োগকারীরা হতাশ

ফাইল ছবি

নতুন বছরের শুরুতেই হতাশায় ডুবেছে ওরিয়ন গ্রুপের দুই কোম্পানি—ওরিয়ন ইনফিউশন ও বিকন ফার্মা-এর শেয়ার বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও স্টকনাওয়ের তথ্য অনুসারে, বছরের প্রথম সপ্তাহে এ দুই শেয়ারমূল্য বড় ধরনের পতনের মুখে পড়েছে।

ডিএসইর সাপ্তাহিক পতন তালিকায় ওরিয়ন ইনফিউশন তৃতীয় স্থানে ও বিকন ফার্মা পঞ্চম স্থানে রয়েছে।

সপ্তাহের ব্যবধানে ওরিয়ন ইনফিউশনের দাম কমেছে ৩৭ টাকা ৬০ পয়সা বা ৮.৬৫ শতাংশ। সপ্তাহের শুরুতে শেয়ারটির উদ্ভোধনী দাম ছিল ৪২৪ টাকা ৮০ পয়সা। আর শেষ কর্মদিবসে ক্লোজিং দাম হয়েছে ৩৮৭ টাকা ২০ পয়সা।

অন্যদিকে সপ্তাহের ব্যবধানে বিকন ফার্মার দাম কমেছে ১১ টাকা ৩০ পয়সা বা ৮.০১ শতাংশ। সপ্তাহের শুরুতে শেয়ারটির উদ্ভোধনী দাম ছিল ১৪১ টাকা ১০ পয়সা। আর শেষ কর্মদিবসে ক্লোজিং দাম হয়েছে ১২৯ টাকা ৮০ পয়সা।

কোম্পানি দুটির মধ্যে সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরে ওরিয়ন ইনফিউশন বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছে ১২ শতাংশ ক্যাশ ও বিকন ফার্মা ২০ শতাংশ ক্যাশ।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) ওরিয়ন ইনফিউশনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। যা আগের বছর ছিল ৬৬ পয়সা।

অন্যদিকে অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) বিকন ফার্মার ইপিএস হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। যা আগের বছর ছিল ১ টাবা ৬০ পয়সা।

আপন দেশ/এমবি


 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়