ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (৫ জানুয়ারি) নির্ধারিত সময়ে লেনদেন শুরু সম্ভব হয়নি। প্রযুক্তিগত সমস্যার কারণে লেনদেন ১ ঘণ্টা ৩০ মিনিট বিলম্বিত হয়ে সকাল ১১:৩০ মিনিটে শুরু হয়।
ডিএসই কর্তৃপক্ষ জানায়, অপ্রত্যাশিত কারণে নির্ধারিত সময় সকাল ১০টায় লেনদেন শুরু করা সম্ভব হয়নি। যান্ত্রিক সমস্যাগুলো দ্রুত সমাধানের পর লেনদেন পুনরায় চালু হয়। বিলম্ব হলেও বিনিয়োগকারীরা নিরবচ্ছিন্ন সেশন হিসেবে ১১:৩০ থেকে ২:৫০ পর্যন্ত এবং পোস্ট-ক্লোজিং সেশন ২:৫০ থেকে ৩:০০ পর্যন্ত লেনদেন করার সুযোগ পাবেন।
এ ধরনের যান্ত্রিক সমস্যা সাধারণত শেয়ারবাজারের ট্রেডিং কার্যক্রমে অস্থিরতা তৈরি করতে পারে। তবে আজকের ট্রেড যথাসময়ে শুরু হওয়ার পর স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। বিনিয়োগকারীরা এখন তাদের পছন্দের শেয়ার কেনা-বেচা করতে পারছেন।
ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন সমস্যা যাতে না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।