Apan Desh | আপন দেশ

জুট স্পিনার্সের দায় ১০ কোটি ছাড়াল, শেয়ারপ্রতি লোকসান ৬৪ টাকা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১২:৫৮, ৫ জানুয়ারি ২০২৫

জুট স্পিনার্সের দায় ১০ কোটি ছাড়াল, শেয়ারপ্রতি লোকসান ৬৪ টাকা

জুট স্পিনার্সের দায় ১০ কোটি ছাড়াল, শেয়ারপ্রতি লোকসান ৬৪ টাকা

শেয়ারবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্স কোম্পানির ব্যবসায়িক অবস্থার অবনতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। পরপর কয়েক বছর বড় লোকসান গুনছে প্রতিষ্ঠানটি। যা তাদের পরিশোধিত মূলধনের তুলনায় কয়েকগুণ বেশি। সর্বশেষ হিসাব অনুযায়ী, কোম্পানির দায়ের পরিমাণ সম্পদের তুলনায় ৫৮ গুণ বেশি।

সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির লোকসান দাঁড়িয়েছে পরিশোধিত মূলধনের ৬ গুণেরও বেশি। নিট দায়ের পরিমাণ ৫৮ গুণ ছাড়িয়েছে। এর মধ্যে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ৬৪ টাকা ৪৫ পয়সা। যার কারণে নিট লোকসান দাঁড়িয়েছে ১০ কোটি ৯৬ লাখ টাকা।

২০২২-২৩ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ৮৩ টাকা ৭৮ পয়সা, মোট লোকসান ১৪ কোটি ২৪ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৪ টাকা ৮৪ পয়সা। মোট ৭ কোটি ৬২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কোম্পানির বর্তমান ব্যবসা নাজুক অবস্থায় রয়েছে। ৩০ জুন পর্যন্ত, কোম্পানির ঋণাত্মক সম্পদের পরিমাণ ছিল নেগেটিভ ৫৮৭ টাকা ৮৭ পয়সা। অর্থাৎ কোম্পানিটির সম্পদের চেয়ে দায় বেশি ৯৯ কোটি ৯৪ লাখ টাকা।

এছাড়া কোম্পানির বিরুদ্ধে শ্রমিক জটিলতা, পাওনাদারদের অর্থ পরিশোধে অক্ষমতা, নতুন পণ্য উন্নয়নে অর্থায়নে দুর্বলতা, উৎপাদনে বিঘ্ন, ঋণের শর্তে অক্ষমতা ও পরিচালনার সমস্যার মুখোমুখি হচ্ছে। জনতা ব্যাংক ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি উক্ত কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে।

এ অবস্থার মধ্যেও শনিবার (৪ জানুয়ারি) জুট স্পিনার্সের শেয়ার দর ছিল ২৪২.৯০ টাকা। এখানে অঙ্গীভূত বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ ২৩.২০ শতাংশ। কোম্পানিটির ভবিষ্যৎ সম্পর্কে নিরীক্ষকরা খুবই সন্দিহান, কারণ ব্যবসা চালিয়ে যাওয়ার সামর্থ্য নিয়ে প্রশ্ন রয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়