ফাইল ছবি
লেনদেনের শীর্ষে ফাইন ফুডস-
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (০৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির ১৪ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার টাকার। ১২ কোটি ৬৪ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রবি আজিয়াটা পিএলসি, মিডল্যান্ড ব্যাংক, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, অগ্নি সিস্টেমস, বিএসসি, স্কয়ার ফার্মা ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
দরবৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক-
এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। ইনফরমেশন সার্ভিসেসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ। আর ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৪৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড।
এছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মাসিউটিক্যালস ৯ দশমিক ৪২ শতাংশ, সুহ্নদ ইন্ডাস্ট্রিজ ৯ দশমিক ৩৭ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপার ৭ দশমিক ৯১ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইং ৬ দশমিক ৯১ শতাংশ, সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ ৬ দশমিক ৪১ শতাংশ, রিলায়েন্স-ওয়ান ৬ দশমিক ২২ শতাংশ ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬৭ শতাংশ দর বেড়েছে।
গ্লোবাল হেভি কেমিক্যালের সর্বোচ্চ দরপতন-
এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ২৬ শতাংশ।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইল মিলসের শেয়ারদর কমেছে আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৫ দশমিক ১৩ শতাংশ। আর ১ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৬৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এছাড়া ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, অলিম্পিক এক্সেসরিজ, তাল্লু স্পিনিং, ইসলামী ব্যাংক, ফনিক্স ফাইন্যান্স ও পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।