ফাইল ছবি
লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার (০৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২০ কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৮২ লাখ ৩৫ হাজার টাকার। আর ১২ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রবি আজিয়াটা, ড্রাগন সোয়েটার, এশিয়াটিক ল্যাবরেটরিজ, পূবালী ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং করপোরেশন ও ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়েটার-
এদিন ১৬৪ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটার অ্যান্য স্পিনিং লিমিটেড। ড্রাগন সোয়েটারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা বা ৯ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে জাহিন পিএলসি। প্রতিষ্ঠানটির শেয়ারদর ৮ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা এসবিএসি ব্যাংকের দর বেড়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ।
মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, ভ্যান্ডগার্ড এএমএল রূপালী ব্যাংব ব্যালেন্স ফান্ড, এশিয়া ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, এডিএন টেলিকম, সিভিও পেট্রো কেমিক্যালস ও হামিদ ফেব্রিকস পিএলসি।
ফাইন ফুডসের সর্বোচ্চ দরপতন-
আজ ১৬২ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে ফাইন ফুডস লিমিটেডর। কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৯ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ২৫ শতাংশ।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন ডাইংয়ের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৬ দশমিক ৮৯ শতাংশ। আর ৫ দশমিক ২৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে জেনারেশন নেক্সট।
এছাড়া ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক, মিডল্যান্ড ব্যাংক, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, বীকন ফার্মাসিউটিক্যালস, পূবালী ব্যাংক, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং ও শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।