Apan Desh | আপন দেশ

রোববার লেনদেন, দরবৃদ্ধি, দরপতনের শীর্ষে যে ৩০ কোম্পানি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:০৭, ১২ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:০৮, ১২ জানুয়ারি ২০২৫

রোববার লেনদেন, দরবৃদ্ধি, দরপতনের শীর্ষে যে ৩০ কোম্পানি

ফাইল ছবি

লেনদেনের শীর্ষে ফাইন ফুডস-

সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার (১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির ১৯ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। 

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩কোটি ৩ লাখ ৬৭ হাজার টাকার। আর ১২ কোটি ৬৩ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আফতাব অটোমোবাইলস লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিএসসি, গ্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেড।

দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স-

আজ (রোববার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৯ প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৬ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান মুন্নু সিরামিকসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৫ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ১৬ শতাংশ। আর ৫০ পয়সা বা ৭ দশমিক ৫৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইউনিয়ন ক্যাপিটাল ।

এছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ৭ দশমিক ৫২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ৭ দশমিক ২২ শতাংশ, জিএসপি ফাইনান্স ৭ দশমিক ০২ শতাংশ, দা ঢাকা ডাইং ৬ দশমিক ৪৩ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিস ৫ দশমিক ৩৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৪ দশমিক ৮২ শতাংশ ও এইচআর টেক্সটাইল মিলস ৪ দশমিক ২৯ শতাংশ দর বেড়েছে।

মিডল্যান্ড ব্যাংকের সর্বোচ্চ দরপতন-

এদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৯ কোম্পানির মধ্যে ২৮২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৪৭ শতাংশ। 

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের দর কমেছে আগের দিনের তুলনায় ২২ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৬৮ শতাংশ। আর ৬০ পয়সা বা ৭ দশমিক ৫৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ

এছাড়া ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বে লিজিং ৭ দশমিক ২৫ শতাংশ, ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড ৭ দশমিক ১৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ৬ দশমিক ০৬ শতাংশ, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক ৫ দশমিক ৯০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ৫ দশমিক ৭১ শতাংশ, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক ৫ দশমিক ৬৮ শতাংশ ও প্যাসিফিক ডেনিম্স ৫ দশমিক ৬৩ শতাংশ কমেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়