বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন।
রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০২ ফ্রেব্রুয়ারি) রাজধানীর বিয়াম মিলনায়তনে শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৫-অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্মেলনের শুভ উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সম্মেলনে চেয়ারম্যান খেলাপি ঋণ আদায় কার্যক্রমকে আরও গতিশীল করতে আইনি প্রক্রিয়া দ্রুত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, খেলাপি ঋণ আদায় না হলে ব্যাংকের সার্বিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হবে। তাই কঠোর মনিটরিং ও সুসংগঠিত টাস্কফোর্সের মাধ্যমে এ প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে।
হেলাল আহমেদ বলেন, সর্বোত্তম গ্রাহকসেবা নিশ্চিত করা, নতুন ঋণ বিতরণ ও সঠিকভাবে আদায় করার মাধ্যমে ব্যাংককে আরও শক্তিশালী করতে হবে। এ সময় তিনি ব্যাংকের পরিচালন ব্যয় ২০ শতাংশ কমানোর আহবান জানান। পাশাপাশি নতুন আমানত সংগ্রহ, স্বল্প ব্যয়ে তহবিল বৃদ্ধি ও সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ড. নাহিদ হোসেন, ড. মো. আবদুল খালেক খান (বীর মুক্তিযোদ্ধা), মো. এম. লতিফ ভূঞা ও মো. রফিকুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল, মহাব্যবস্থাপক মো. ইসমাইল, মো. মমিনুল হক, মো. নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মো. হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, মো. গোলাম সাঈদ খান, মো. সাইদুর রহমান সোহেল, শাখা ও উপশাখা ব্যবস্থাকগণ ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া সম্মেলনে উপস্থিত অন্যান্য বক্তারা, সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিত করা, শ্রেনীকৃত ঋণ আদায়, নতুন ঋণ বিতরন ও আমানত সংগ্রহসহ ব্যাংকের অন্যান্য কর্মকৌশল সম্পর্কে ব্যবস্থাপকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।