Apan Desh | আপন দেশ

রোববার লেনদেন, দরবৃদ্ধি, দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৫৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫

রোববার লেনদেন, দরবৃদ্ধি, দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

ফাইল ছবি

লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

রোববার (০৯ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ১২ কোটি ৩৪ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিংস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৮০ লাখ ৬৬ হাজার টাকার। ৯ কোটি ৪২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রবি আজিয়াটা ,খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ওরিয়ন ইনফিউশন, এনার্জিপ্যাক পাওয়ার, নাভানা ফার্মাসিউটিক্যালস , সিটি ব্যাংক এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।

দর বৃদ্ধির শীর্ষে পাওয়ার গ্রিড

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ৯২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ।

রোববার (০৯ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, পাওয়ার গ্রিডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৬ দশমিক ৭৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।

এদিন দরবৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, বিডি ফাইন্যান্স, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক, সোনালী পেপার, মাইডাস ফাইন্যান্স, খান ব্রাদার্স ও সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড।

খুলনা প্রিন্টিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ২৪০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

রোববার (০৯ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৪৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্সুরেন্স এর দর কমেছে আগের দিনের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ৮৫ শতাংশ। আর ৩০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফনিক্স ফাইন্যান্স।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্স ৬ দশমিক ২৫ শতাংশ, বিডি ওয়েল্ডিং ৫ দশমিক ৯৮ শতাংশ, হামিদ ফেব্রিক্স ৫ দশমিক ৬৬ শতাংশ, মিঠুন নিটিং ৫ দশমিক ৫৯ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিক ৫ দশমিক ৩৭ শতাংশ, এস এসস্টিল ৫ দশমিক ৩২ শতাংশ ও ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল ৫ দশমিক ০০ শতাংশ কমেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়