
ফাইল ছবি
লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০১ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ৯ কোটি ৮৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকার। ৮ কোটি ১৭ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন হাউজিং লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, বিএসসি, এশিয়াটিক ল্যাব, রংপুর ডেইরি ও মালেক স্পিনিং মিলস লিমিটেড।
দরবৃদ্ধির শীর্ষে সোনালী পেপার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৪০১ কোম্পানির মধ্যে ১৬৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পেপার প্রসেসিংয়ের শেয়ারদর বেড়েছে আগের দিনের তুলনায় ৮ টাকা ৮০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। আর ১২ টাকা বা ৯.৯৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আলহাজ্ব টেক্সটাইল।
এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, ইনটেক লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার, কাট্টলী টেক্সটাইল, মেঘনা সিমেন্ট, আমান ফিড ও বাংলাদেশ অটোকারস লিমিটেড।
আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৪০১ কোম্পানির মধ্যে ১৬৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্সুরেন্স এর দর কমেছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ। আর ১ টাকা বা ৫ দশমিক ৬২ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফাস ফাইন্যান্স ৫ দশমিক ৫৬ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৫ দশমিক ১৬ শতাংশ, নূরানী ডায়িং ৫ দশমিক ১৩ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজ ৫ দশমিক ০৭ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিং ৪ দশমিক ৮৮ শতাংশ, ইউনিয়ন ব্যাংক ৪ দশমিক ৭৬ শতাংশ ও জিএসপি ফাইন্যান্স ৪ দশমিক ৬২ শতাংশ কমেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।