Apan Desh | আপন দেশ

মঙ্গলবার লেনদেন, দরবৃদ্ধি, দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:২৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫

মঙ্গলবার লেনদেন, দরবৃদ্ধি, দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

ফাইল ছবি

লেনদেনের শীর্ষে পূবালী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে পূবালী ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ১৯ কোটি ৬২ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ২৪ লাখ ২৩ হাজার টাকার। ৯ কোটি ৪২ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ট্রাস্ট ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, বিচ হ্যাচারি, বেস্ট হোল্ডিংস ও আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।

দরবৃদ্ধির শীর্ষে এম এল ডাইং

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৯ কোম্পানির মধ্যে ২১৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এম এল ডাইং লিমিটেড।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সামিট পাওয়ারের শেয়ারদর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। আর ১৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আলহাজ্ব টেক্সটাইল।

এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মীর আক্তার হোসেন লিমিটেড, তসরিফা ইন্ডাস্ট্রিজ, রানার অটো, হাক্কানি পাল্প, ন্যাশনাল পলিমার, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।

পেপার প্রসেসিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৯ কোম্পানির মধ্যে ১১৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, পেপার প্রসেসিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা বা ৪ দশমিক ১৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকারেনউইক যজ্ঞেশ্বর এর দর কমেছে আগের দিনের তুলনায় ২৩ টাকা ৪০ বা ৪ দশমিক ১৩ শতাংশ। আর ৬০ পয়সা বা ৪ দশমিক ০৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সেন্ট্রাল ফার্মা ।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ঝিল বাংলা ৩ দশমিক ৩০ শতাংশ, পিপলস লিজিং ৩ দশমিক ৭০ শতাংশ, মেঘনা সিমেন্ট ৩ দশমিক ৬১ শতাংশ, গ্লোবাল হেভী ৩ দশমিক ৫১ শতাংশ, অলটেক্স ৩ দশমিক ৫০ শতাংশ, হামি ৩ দশমিক ২৬ শতাংশ ও বিডি থাই ৩ দশমিক ২১ শতাংশকমেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়