Apan Desh | আপন দেশ

অস্বাভাবিকভাবে দর বৃদ্ধির কারণ জানে না কাট্টলী টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২৫

অস্বাভাবিকভাবে দর বৃদ্ধির কারণ জানে না কাট্টলী টেক্সটাইল

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাট্টলী টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিলো ৯ টাকায়। আর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১১ টাকা ৯০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ৯ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৯০ টাকা।

এ দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়