
ছবি: আপন দেশ
প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) কোম্পানিটির ১৯ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক । কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার টাকার।
শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে গ্রামীনফোন। তাদের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ১৭ লাখ ৪৩ হাজার টাকার।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, বিডিকম অনলাইন ,বাংলাদেশ শিপিং করপোরেশন, সোনালী পেপার, ওরিয়ন ইনফিউশন, জি কিউ বলপেন , মেঘনা পেট্রোলিয়াম এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।