Apan Desh | আপন দেশ

শেয়ারবাজার উন্নয়নে বন্ড মার্কেট গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

শেয়ারবাজার উন্নয়নে বন্ড মার্কেট গুরুত্বপূর্ণ

ছবি: আপন দেশ

একটি শক্তিশালী অর্থনীতির জন্য প্রয়োজন শক্তিশালী ও প্রাণবন্ত শেয়ার বাজার। আর শেয়ারবাজারকে গতিশীল করতে বন্ড মার্কেটের গুরুত্ব অপরিসীম। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) যৌথভাবে আয়োজিত "আন্ডারস্ট্যান্ডিং বন্ড এন্ড সুকুক মার্কেট" শীর্ষক দিনব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

রাজধানীর তোপখানা রোডস্থ বিআইসিএম মিলনায়তনে (মাল্টিপারপাস হল) অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন বিআইসিএম’র ভারপ্রাপ্ত নির্বাহী প্রেসিডেন্ট নাজমুস সালেহীন, সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভুঁইয়া, সাবেক সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলী। সঞ্চালনা করেন বিআইসিএম’র প্রভাষক ফাইমা আক্তার।

নাজমুস সালেহীন বলেন, বিআইসিএম দক্ষ জনশক্তি তৈরির কাজ করে যাচ্ছে। শেয়ারবাজারের জন্য এ প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু দুঃখজনক হলো, প্রয়োজন অনুযায়ী আমরা জনশক্তি পাচ্ছি না। 

তিনি আরও বলেন, বিআইসিএম এ এপ্লাইড ফাইনান্স এন্ড ক্যাপিটাল মার্কেট নিয়ে মাস্টার্স প্রোগ্রাম রয়েছে। যার সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদান করে। এখানেও আমরা শিক্ষার্থী পাচ্ছি না। শিক্ষার্থী পাওয়া নিয়ে আমরা সমস্যায় আছি।

সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভুঁইয়া বলেন, শেয়ারবাজারে উন্নয়নে বন্ডের বিকল্প নেই। কিন্তু এ বন্ড সম্পর্কে জানা ও বুঝার বিষয়ে কিছুটা ঘাটতি আছে। সেখান থেকেই এ আয়োজন। আশাকরি এ ধরণের প্রশিক্ষণ সে ঘাটতি মেটাতে ভূমিকা রাখবে।

জিয়াউর রহমান বলেন, সঠিক সময়ে বন্ডের অপব্যবহার না আটকানো গেলে বিনিয়োগকারীরা এর উপর থেকে আস্থা হারিয়ে ফেলবেন। অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করবো যারা বন্ড ও সুকুকের অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তবে সুকুক ও বন্ডে বিনিয়োগ করা সাধারণ বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে সেদিকে নজর রাখার আহবান জানান তিনি ৷

সিএমজেএফ সাধারণ সম্পাদক আবু আলী বলেন, শেয়ারবাজার একটি সংবেদনশীল জায়গা। এ বিটে কর্মরত সংবাদকর্মীরা অর্থনীতি ও বাণিজ্য বিভাগের বাইরে থেকেও এসেছেন। ফলে সংবেদনশীল জায়গায় দায়িত্বশীল সাংবাদিকতার জন্য সিএমজেএফ সব সময় সচেষ্ট। তারই ধারাবাহিকতায় এ ধরণের প্রশিক্ষণের আয়োজন। আশাকরি এ ধরণের কর্মশালা দেশের শেয়ারবাজার ও অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।

প্রশিক্ষণটি পরিচালনা করেন বিআইসিএম’র সহকারী অধ্যাপক এস এম কালবীন ছালিমা, প্রভাষক ফাইমা আক্তার ও প্রভাষক গৌরব রায়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়