Apan Desh | আপন দেশ

লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫

লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

ছবি : আপন দেশ

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৬৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের ১৬ কোটি ৪১ লাখ ৬২ হাজার টাকা। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সানলাইফ ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার টাকার। আর ১১ কোটি ৯৫ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিএটিবিসি।

এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুড, রবি, অগ্নি সিস্টেমস, ফু ওয়াং সিরামিক, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক এবং মুন্নু ফেব্রিকস লিমিটেড।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়