Apan Desh | আপন দেশ

রোববার লেনদেন, দরবৃদ্ধি, দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:১২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

রোববার লেনদেন, দরবৃদ্ধি, দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

ফাইল ছবি

এস আলম কোল্ড রোল্ডের শেয়ারদর বৃদ্ধি

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৮ প্রতিষ্ঠান। এর মধ্যে ২১৭ প্রতিষ্ঠানের দর বেড়েছে। সবচেয়ে বেশি দর বেড়েছে এসআলম কোল্ড রোল্ড স্টিলের।

রোববার ( ২৩ ফেব্রুয়ারি ) ডিএসই এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯.৭৪ শতাংশ বেড়েছে। ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সিম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৯.৬৮ শতাংশ।

আর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৬০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সন্ধানী লাইফ ইন্সুরেন্স।

এছাড়া আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিক ৯.৫২ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্স ৯.৫০ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ার ৯.৩৫ শতাংশ, ইয়াকিন পলিমার ৯.৩০ শতাংশ, বারাকা পাওয়ার ৯.১৮ শতাংশ, সাফকো স্পিনিং ৮.৬০ শতাংশ ও ফুওয়াং ফুড ৮.৪৪ শতাংশ দর বেড়েছে।

লেনদেনের শীর্ষে গ্রামীনফোন

সপ্তাহের প্রথম কার্যদিবসে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীনফোন । কোম্পানিটির ২৩ কোটি ১৩ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। 

রোববার ( ২৩ ফেব্রুয়ারি ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন । কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৬ লাখ ২ হাজার টাকার।

১৩ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মালেক স্পিনিং মিলস্‌ , রবি আজিয়াটা , সানলাইফ ইন্সুরেন্স , শাইনপুকুর সিরামিক, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, মিডল্যান্ড ব্যাংক ও সিটি ব্যাংক ।

দরপতনের শীর্ষে এটলাস বাংলাদেশ 

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৮ প্রতিষ্ঠানে। এর মধ্যে ১২৪ প্রতিষ্ঠানের দর কমেছে। সবচেয়ে বেশি দর কমেছে এটলাস বাংলাদেশের ।

রোববার ( ২৩ ফেব্রুয়ারি ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) থেকে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৯০ পয়সা বা ৫.৪৮ শতাংশ কমেছে। ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিং শাইন টেক্সটাইল এর দর কমেছে আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৪.৬৫ শতাংশ।

আর ১ টাকা বা ৪.৫৭ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রিলায়েন্স ফার্স্ট ইন্সুরেন্স ।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নিউ লাইন ক্লোথিং ৪.২৭ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ৩.৭৫ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজ ৩.৬৭ শতাংশ, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল ৩.৬০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৩.১৩ শতাংশ, জেনারেশন নেক্সট ২.৯৪ শতাংশ ও এমারেল্ড অয়েল ২.৯৩ শতাংশ কমেছ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়