
ফাইল ছবি
লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার টাকা। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বীচ হ্যাচারির লেনদেন হয়েছে ১৫ কোটি ১৮ লাখ ৫৮ হাজার টাকার। ১২ কোটি ৩৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফু-ওয়াং ফুডস, ড্রাগন সোয়টার, শাইনপুকুর সিরামিক্স, লাভেলো, কাট্টালি টেক্সটাইল, অগ্নি সিস্টেমস ও ফার ইস্ট নিটিং এন্ড ডাইং।
দরবৃদ্ধির শীর্ষে কাট্টলী টেক্সটাইল
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৮ প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কাট্টলী টেক্সটাইল লিমিটেড।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডিএসইতে কাট্টলী টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৫৪০ বারে ৫ লাখ ২০ হাজার ৯৭৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৭৪ বারে ২১ লাখ ৯২ হাজার ৪১৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬৮ শতাংশ, এস আলম কোল্ড রোলসের ৯ দশমিক ৪৭ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৯ দশমিক ৩৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯ দশমিক ৯২ শতাংশ, মোজাফ্ফর স্পিনিংয়ের ৮ দশমিক ৯০ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬ দশমিক ১০ শতাংশ ও কপারটেক ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ৮৮ শতাংশ দর বেড়েছে।
দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট মিল
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৩ টির দর কমেছে। সবচেয়ে বেশি দর কমেছে মেঘনা সিমেন্ট মিলের।
সোমবার (২৪ ফেব্রুয়ারি ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৪০ পয়সা বা ৭.১৭ শতাংশ কমেছে। ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এ কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা পেইন্টিং অ্যান্ড প্যাকেজিং এর দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৪.৬৭ শতাংশ। আর ২ টাকা ৫০ পয়সা বা ৩.৩৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সানলাইফ ইন্সুরেন্স ।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইসিবি ইসলামিক ব্যাংক ৩.৩৩ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৩.১৩ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩.১৩ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩.০৩ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড ৩.০৩ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ২.৯০ শতাংশ ও আলিফ ইন্ডাস্ট্রিজ ২.৮৫ শতাংশ কমেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।