
ফাইল ছবি
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে একচেঞ্জটি।
তথ্য অনুযায়ী, রমজানে ডিএসইর অফিস সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। এছাড়া পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৪০ থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত।
তবে রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর ঢাকা এক্সচেঞ্জের অফিস আগের নিয়মে চলবে।
উল্লেখ্য, স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।