
ফাইল ছবি
লেনদেনের শীর্ষে আইএফআইসি ব্যাংক
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আইএফআইসির ১৪ কোটি ৫১ লাখ ২১ হাজার টাকা লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফু ওয়াং ফুড লিমিটেড ১২ কোটি ৫৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ১ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- রিলাইন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলাইন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম পিএলসি, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, সাইনপুকুর সিরামিকস লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড ও বিচ হ্যাচারি লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে বসুন্ধরা পেপার
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ১২৭টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডিএসইতে বসুন্ধরা পেপারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ার দরবৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০২ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফুড-ওয়াং ফুডস লিমিটেড, খান ব্রাদার্স, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, আইএসআইসি ব্যাংক, লিগ্যাসি ফুটওয়্যার, স্যালভো কেমিক্যাল ও ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।
দরপতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ২০৮ কোম্পানির। এদিন দর পতনের শীর্ষে ওঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা ১০ বা ৯ দশমিক ৪২ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৫ শতাংশ কমেছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইবিএল ফার্স্ট মিউচুল ফান্ড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ ও সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।